
ঘটনাটা হচ্ছে আমার এক চাচাতো ভাই এর বাবা ডাক শোনা নিয়ে,
ছোট বেলা থেকে তার বাবা ডাক শোনার খুব সখ,তাই সে ছোট বাচ্চাদের মিষ্টি কিনি দিতো আর বলতো, "আমাকে আব্বা কয়ে ডাক"
বাড়ি সবাই তাকে এই নিয়ে খুব বকা বকি করতো,এক সময় সবাই বিষয়টা মেনে নেয়।
ইতোমধ্যে সে বিয়ে করে বিয়ের বয়স ৭ বছর,কিন্তু দুর্ভাগ্য বসতো সে আজ ও সেই বাবা ডাকটা শুনতে পারেনি।আমার ভাইপো কে সবাই বলে তুই ওকে ছোট আব্বু বলে ডাকবি, সে ছোট আব্বু বলে ডাকে।
তবু
প্রায় আমার সেই চাচাতো ভাই এর বৌ এর কাছে শুনি, তাকে জড়িয়ে ধরে কাঁন্না করে, যে তার একটা সন্তান নেই।
যাই হোক কিছু দিন আগে সে বাড়িতে একটি শালিক পাখির বাচ্চা আনে,এবং বাড়ির সবাই বলে এই তো এই পাখি পোসো, তোমাকে সেই বাবা বলে ডাকবে।
ঠাট্টা হলেও সে বিষয়টা মেনে নিয়ে ছিলো এবং সন্তানের মত করে সেই পাখিটাকে আদর করতো।
বাড়ি সবাই বলতো এটা তার ছেলে
কিন্তু ভাগ্য তো তাকে বাবা ডাক শুনতে দিবে না,
আজ তার ছোট ভাই কাজ থেকে এসে বারান্দায় বসা মাত্র পাখিটা এসে তার পা'র উপরে বসে।
সে পাখিটাকে নিয়ে সারা বাড়ি ঘুরে ঘুরে পাখিটাকে খাওয়ায়,
এরপর সে পাখিটাকে কল পাড়ে রেখে গোসল করছে কলে, চোখ তার ঠিকি পাখির দিকে,আমি ও দাড়িয়ে আছি একটু দুরে।
হঠাৎ একটা বিড়াল এসে পাখিটাকে ধরে নিয়ে দৌড় দিলো,আমি ও তার ছোট ভাই দৌড়ে বিড়াল এর কাছ থেকে পাখিটা ধরে আনি।কিন্তু লাভ হলো না
পাখিটা মারা গেলো।
তার ছোট ভাই তখন তার ভাই এর স্বপ্ন পাখির মুখ থেকে বাবা ডাক শোনার কথা ভেবে কেঁদে ফেললো।
আর আমাকে বললো,
"ভাই দু দিন আসে আমার গালফ্রেন্ড আমাকে ছেড়ে অন্য এক জনের সাথে চলে গেছে তবু আমার এতো কষ্ট লাগেনি"
বাড়ি সবাই ও শোকাহত।।
এবার রাত্রে বেলে আমার সেই চাচাতো ভাই বাড়ি আসছে এসেই বলছে আমার সেই পাখি কৈ,
সবাই দেখিয়ে দিলো ঐ যে।
দেখেই সে ছোট বাচ্চাদের মত কাঁন্না শুরু করে দিলো,
সবাই ভেবে ছিলো সে খুব বকাবকি করবে, কিন্তু সে কিছুই করলো না।
কাঁদতে কাঁদতে ঘর থেকে সাবল নিয়ে, পাখিটা কবর স্থানে করব দিতে চলে গেলো,আমি ও গেলাম পিছু পিছু, দেখলাম বাচ্ছা ছেলেদের মত ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে।
হয়তো মনে মনে বলছিলো,
"হে আল্লাহ আমি কি এতোই খারাপ যে,একটা পাখির মুখ থেকে বাবা ডাক শুনতে চাইছিলাম তুমি তাও কেড়ে নিলে"!
তার কান্না দেখে আমার ও খুব বলতে ইচ্ছা করলো,
আল্লাহ তুমি এমন করো কেন? কি হতো এমটা না করলে,একটা বাবা ডাক শুনতে চাওয়া কি খুব অপরাধ ছিলো তার?
আল্লাহ তুমি তাকে একটা সন্তান দাও! এই দেখে ও কি তোমার দয়া হবে না।
যে কেউ একাটা পাখিকে সন্তান বলে!
আল্লাহ তার বাবা ডাক শুনার ইচ্ছা পূরণ করুন ..
...........সংগৃহীত...........
0 মন্তব্যসমূহ